মানিকগঞ্জে ৫০ হাজার পরিবার বন্যায় আক্রান্ত
মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে আজ (২০ জুলাই) সকাল ৯টায় বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে মানিকগঞ্জের পাঁচটি উপজেলার ৩০টি ইউনিয়নের ৭০টি গ্রামে প্রায় ৫০ হাজার পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সঙ্কট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পানি প্রবাহের মাত্রাও বাড়ছে। জেলার আভ্যন্তরীণ কালিগঙ্গা, ধলেশ্বরী ইছামতী নদীর পানিও বাড়ছে।
জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের হিসাব মতে, জেলার দৌলতপুর, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় বন্যায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এদিকে, নদীতীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। গৃহহীন হয়েছে এসব এলাকার ৩ শতাধিক পরিবার।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. বাবুল মিয়া জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত মানুষের মধ্যে ৮ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কয়েকটন চাল ও শুকনো খাবার বিতরণের ব্যবস্থা চলমান রয়েছে।
Comments