বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক মেয়ে শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মুকুন্দী এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান জানান, ওই প্রতিবন্ধী শিশু ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরে শিশুটিকে একা পেয়ে ‘বিস্কুট’ কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। এসময় শিশুটি কান্না শুরু করলে পালিয়ে যায় কিশোর। টের পেয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তার মা। ডাক্তার শিশুটিকে ধর্ষণের আলামত পেয়েছে।
এসআই জানান এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শুক্রবার রাতে আড়াইহাজার থানায় ওই কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন। আর রাতেই শিশুটির উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মামলার ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের অভিযোগ স্বীকার করায় কিশোরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Comments