বিদ্যুৎ বিপর্যয়ে শাহজালাল বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে বিদ্যুৎ ও পানি নেই। বন্ধ রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
রাজধানীতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ সংযোগ বন্ধে পরিচালিত অভিযানের কারণে উদ্ভূত এই সমস্যায় পড়েছেন বিমানবন্দরের ভেতরে থাকা যাত্রীরা।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল-ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) কাছের কোন বস্তিতে অভিযান চালানোর কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ ‘আংশিক’ ব্যাহত হয়েছে।
এতে বিমান উড্ডয়ন ও অবতরণের কাছে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।
বিমানবন্দরে থাকা বেশ কয়েকজন যাত্রী দ্য ডেইলি স্টারকে জানান, হঠাৎ করে বিমানবন্দরের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিমানবন্দরের ভেতরের ভীতিকর অবস্থা নিয়ে দেশি-বিদেশি যাত্রীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
Comments