পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি

Paturia ferryghat
২১ জুলাই ২০১৯, বিকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৪০০-র বেশি গাড়ি ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায়। ছবি: স্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি। ফেরি সঙ্কট এবং নদীতে তীব্র স্রোতের কারণে গত সাতদিন ধরে এই নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আজ (২১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৩০০-র বেশি পণ্যবাহী ট্রাক এবং এক শতাধিক অন্যান্য গাড়ি ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। একই অবস্থা রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটেও। দিনের পর দিন ধরে আটকে পড়া ট্রাকের চালক ও সহযোগীরা আর্থিক সঙ্কটসহ নানা কষ্টে আছেন বলেন জানান তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচাঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ১৫টি ফেরির মধ্যে ১১টি চালু আছে এবং চারটিকে ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। চলমান ফেরিগুলোর মধ্যে কয়েকটি আবার খুব পুরাতন থাকায় সেগুলো তীব্র স্রোতের বিপরীতে চলতে পারছে না।

এই অচলাবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আরো কমপক্ষে দুটি ফেরির প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। দুটি ফেরি আসলেই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এদিকে, পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুমের সার্জেন্ট মো. সোহেল রানা বলেন, যাত্রীসাধারণের কথা চিন্তা করে যাত্রীবহনকারী গাড়িগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। একারণে কিছু সংখ্যক ট্রাক ঘাটে আটকা পড়েছে।

Comments

The Daily Star  | English

Türk concerned over changes in Bangladesh's legislation banning activities of parties

"This [the changes in legislation] unduly restricts the freedoms of association, expression, and assembly," says the UN high commissioner for human rights

1h ago