ধোনিকে ছাড়াই উইন্ডিজ সফরে যাচ্ছে ভারত
বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এমন গুঞ্জনই ছিল চড়া। তবে এখনও এমন কোন ঘোষণা আসেনি তার কাছ থেকে। তবে আসন্ন উইন্ডিজ সিরিজের দলে নেই সাবেক এ অধিনায়ক। নানা গুঞ্জনের মধ্যে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত।
তবে শুধু ধোনিই নয় এ সফরে বিশ্রামে থাকছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর টেস্ট দলে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে।
বিশ্বকাপের মাঝ পথে আঙুলের চোটে দেশে ফেরা ওপেনার শেখর ধাওয়ান ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। চোট কাটিয়ে প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। তার সঙ্গে আছেন রিশাব পান্তও। পান্ত অবশ্য তিন সংস্করণের দলেই আছেন। এছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বুমরাহকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়ায় তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে নবদিপ শাইনিকে। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন রাহুল চাহার। আর ওয়ানডে দলে ফিরেছেন শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে ও খলিল আহমেদ। বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে না পারায় বাদ পড়েছেন দিনেশ কার্তিক।
উইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। টি-টোয়েন্ট ম্যাচ দিয়ে ৩ অগাস্ট ফ্লোরিডায় শুরু হবে এ সফর।
টেস্ট দল: মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রোহিত শর্মা, রিশাব পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।
ওয়ানডে দল: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রোহিত শর্মা, রিশাব পান্ত, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদিপ শাইনি।
টি-টোয়েন্টি দল: লোকেশ রাহুল, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রোহিত শর্মা, রিশাব পান্ত, ক্রুনাল পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, দিপক চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদিপ শাইনি
Comments