রুবেলের ঝাঁজ, সৌম্যের ‘গোল্ডেন আর্মের’ পর দাসুনের ঝড়

শুরু থেকে দারুণ বল করে পেসের ঝাঁজ দেখিয়েছেন রুবেল হোসেন, তুলেছেন উইকেট। মোস্তাফিজুর রহমানও ছিলেন আঁটসাঁট। আর অনিয়মিত বোলার হিসেবে বল হাতে নিয়ে বাজিমাত করেছেন সৌম্য সরকার। একমাত্র প্রস্তুতি ম্যাচে তবু দাসুন শানাকার ঝড়ে বাংলাদেশের বিপক্ষ শক্ত পূঁজি পেয়েছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করেছে তারা। এক পর্যায়ে ধুকতে থাকা দলকে সাতে নামা দাসুনই নিয়ে যান তিনশোর কাছে। ৬৩ বলে খেলেন ৮৬ রানের ঝড়ো ইনিংস। 

মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে লঙ্কান বোর্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটির ছিল না লিস্ট-এ মর্যাদা। ছিল না তাই টসের বালাই। সফরকারী দল হিসেবে আগে ব্যাটিং না ফিল্ডিং করবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল তামিম ইকবালের।

বাংলাদেশ অধিনায়ক তাই বেছে নেন ফিল্ডিং। প্রস্তুতি ম্যাচ বলে স্কোয়াডের ১৪ জনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বল হাতে নিয়ে ইনিংসের তৃতীয় বলেই নিরোসান ডিকভেলাকে বোল্ড করে দেন রুবেল। সপ্তম ওভারে ওসাদা ফার্দেন্দোকেও ফেরান তিনি। পরের ওভারে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন দানুসকা গুনাথিলেকাকে।

৩২ রানে ৩ উইকেট খুইয়ে বিপদে পড়া লঙ্কানদের পি রাজাপাকসে ও শিহান জয়াসুরিয়া। বিপদজনক হতে থাকা এই জুটি ভাঙতে ডাক পড়ে সৌম্যের। অনিয়মিত বোলার হিসেবে বিশ্বকাপেও কাজের সময়ে উইকেট এনে দেওয়া সৌম্য এবারও নিরাশ করেননি। ৩২ রান করা রাজাপাকসেকে ফিরিয়ে তিনি ভাঙ্গেন ৮২ রানের জুটি। মোস্তাফিজ এসে অ্যাঞ্জেলো পেরেরাকে ফেরালে লঙ্কানরা হারায় পঞ্চম উইকেট। সৌম্য পরে ৫৬ করা জয়াসুরিয়াকেও ফিরিয়ে দেন।

শেষ দিকে অবশ্য তিনি মার খেয়েছেন। তবে সবচেয়ে বেশি মার খেয়েছেন তাসকিন আহমেদ। অনেকদিন পর দলে ফেরা এই পেসার ৮ ওভারেই দেন ৫৭ রান।

তখন তাদের অল্প রানে গুটিয়ে যাওয়ারই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সাতে নামা দাসুন শানাকা টি-টোয়েন্টি ধামাকায় রান তুলে দলকে নিয়ে যান চ্যালেঞ্জিং পূঁজিতে। মাত্র ৬৩ বলে হাফ ডজন করে চার-ছক্কা মেরে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। দলও পেরিয়ে যায় দুশো আশি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ: ৫০ ওভারে ২৮২/৮ (ডিকভেলা ০, গুনাথিলেকা ২৬, ফার্নেন্দো ২, রাজাপাকসা ৩২, জয়াসুরিয়া ৫৬, পেরেরা ৭, দাসুন ৮৬*,  ডি সিকভা ২৮, ধনঞ্জয়া ৯, আপনসো ১৩*; রুবেল ২/৩২, তাসকিন ১/৫৭, মোস্তাফিজ ১/২৯,  মোসাদ্দেক ০/২৫, মিরাজ ০/২৫, মাহমুদউল্লাহ ০/১৫, সৌম্য ২/২৯, তাইজুল ০/৪২, ফরহাদ ১/২২)

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago