সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ খালেক বাহিনীর প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছেন।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সুন্দরবনে জেলে, বাওয়ালী, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৮ নিয়মিত টহল দিয়ে আসছে। এর অংশ হিসেবে আজ (২৩ জুলাই) ভোর রাতে সুন্দরবনের জোংড়া খাল এলাকায় টহলে গেলে বনের ভেতর থেকে র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে দস্যুরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এভাবে সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে দস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের পর দস্যুরা পিছু হটলে র্যাব এলাকা তল্লাশি করে দুই দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ দুই দস্যুকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় জেলে ও সাধারণ মানুষ নিহতদের একজনকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক এবং অপরজনকে তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল বলে সনাক্ত করেছে।
নিহতদের মরদেহ দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
Comments