উইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন নারাইন-পোলার্ড

ফাইল ছবি

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুনিল নারাইন ও কাইরন পোলার্ডের মতো তারকা খেলোয়াড়ের। আর তার অভাবটা খুব ভালোভাবেই তের পেয়েছে তারা। তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এ দুই তারকাকে ফিরিয়েছে উইন্ডিজ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই পুরনো তারকাদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নেমেছে দলটি।

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন নারাইন। স্পিন আক্রমণে তার সঙ্গী হিসেবে আছেন ক্যারি পিয়ের। পোলার্ড অবশ্য গত নভেম্বরেই খেলেছিলেন দেশের হয়ে। এছাড়া বিশ্বকাপ চলাকালীন সময়ে হাঁটুর চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। রাখা হয়েছে তাকেও। তবে খেলতে হলে ফিটনেস পরীক্ষা উতরাতে হবে তাকে।

১৪ সদস্যের দলে নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্থনি ব্রামবল। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দলের অন্যতম সেরা তারকা ক্রিস গেইল খেলবেন বলে তার তার জায়গায় সুযোগ মিলেছে জন ক্যাম্পবেলের।

ঘোষিত এ দলটি অবশ্য প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। ক্যারিবীয় সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ফ্লোরিডায় আগামী ৩ অগাস্ট হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ।

উইন্ডিজ টি-টোয়েন্টি দল: কার্লোস ব্র্যাথওয়েট, অ্যান্থনি ব্রামবল, জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারাইন, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও ওশান থমাস।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago