‘রিয়াল ছেড়ে ধারে কোথাও যাবেন না বেল’
জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক একবারে তলানিতে গিয়ে পৌঁছেছে রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের। খুব শীগগিরই তাকে ক্লাব ছেড়ে যাওয়ার কথা বলেছেন জিদান। কিন্তু রিয়াল ছাড়তে চান না এ ওয়েলস তারকা। যদিও তাকে পেতে আগ্রহী বেশ কিছু ক্লাব। তবে আর যাই হোক, গেলে একেবারে, ধারে কোথাও খেলতে যাবেন না এ ওয়েলস তারকা। এমনটাই জানিয়েছেন বেলের এজেন্ট জনাথন বারনেট।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বেল। যদিও ইনজুরির কারণে প্রায় সময়ই মাঠের বাইরে থাকতে হয় তাকে। তাই ফিরে এসে নিজের সেরাটা প্রায়ই দিতে পারেন না এ খেলোয়াড়। ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর গত মৌসুমে তার উপর তাকিয়ে ছিল দল। কিন্তু হতাশ করেছেন তিনি। পুরো মৌসুমেই ছিলেন খোলসে আবদ্ধ। তখন থেকেই ক্লাব তার উপর বেশ বিরক্ত। সে বিরক্তি জিদান ফিরে আসার পর থেকেছে। উল্টো আগের দিন বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে না চেয়ে জিদানের চক্ষুশূলে পরিণত হয়েছেন। তাই রাখঢাক না রেখে তাকে চলে যেতেই বলেছেন জিদান।
কিন্তু কোথায় যাবেন বেল? তালিকায় আছে দুই চীনা ক্লাব। সাংহাই শেনহুয়া ও বেইজিং গুয়ান। এছাড়াও আগ্রহ দেখিয়েছে বেলের সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। কিন্তু বেল যে বেতন পান তা দিতে নারাজ ইউরোপের ক্লাবগুলো। সেখানে যেতে হলে বেতন প্রায় অর্ধেকে নেমে আসবে। অন্যদিকে চীনা ক্লাবে গেলে উল্টো বেতন হবে দ্বিগুণ। কিন্তু তারা আবার ট্রান্সফার ফি দিতে চাইছে না। ধারে নিতে আগ্রহী । কিন্তু বেল ধারে কোথাও যাবেন না বলেই জানালেন বারনেট।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'তাকে (বেল) পাওয়ার জন্য ভালো কোন ধরণের প্রস্তাব এখনও আসেনি। গ্যারেথ বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি সে ধারে কোথাও খেলতে যাবে না। সে এখনও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়েই থাকবে।'
তবে ভালো কোন ধরণের প্রস্তাব পেলে বেল দল ছাড়তে পারেন বলে জানায় তার এজেন্ট, 'যদি কেউ এগিয়ে আসে এবং আমাদের সঙ্গে মিলে যায় তাহলে পরিস্থিতি বদলাতে পারে। তাহলে সে একদিনের মধ্যে কিংবা এক সপ্তাহের মধ্যে কোথাও চলে যাবে। অন্যথায় রিয়াল মাদ্রিদেই থাকছে সে। কারণ এখানে তার এখনও তিন বছরের চুক্তি বাকি রয়েছে।'
Comments