শ্রীলঙ্কা সফরের দলে শফিউল

shafiul islam
ফাইল ছবি

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে পেসার শফিউল ইসলামকে যুক্ত করেছে বিসিবি। তাকে নিয়ে সিরিজে বাংলাদেশের স্কোয়াড দাঁড়াল ১৫ জনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ বছর বয়েসী পেসার শফিউলকে দলে নেওয়ার কথা জানায় বিসিবি। ২০১৬ সালের পর যিনি নানা সময়ে স্কোয়াডে থাকলেও আর ওয়ানডে খেলেননি। শফিউল যুক্ত হওয়ায় ১৫ জনের দলে এখন পেসার এখন পাঁচ জন।

২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। ২০১৭ সালের অক্টোবরে খেলেছিলেন শেষ টেস্ট। গেল দুই বছর থেকে কোন সংস্করণেই আর মাঠে নামার সুযোগ পাননি তিনি।

ডানহাতি এই পেসার অবশ্য সাম্প্রতিক সময়েও দেখাতে পারেননি আহামরি কোন নৈপুণ্য। গেল ২১ জুলাই চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৯.২ ওভার বল করে ৫৯ রান খরচায় ২ উইকেট পেয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জুলাই, দ্বিতীয়টি ২৮ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডে ১ অগাস্ট।

নিয়মিত অধিনায়ক মাশরাফি মর্তুজার ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের চোটে আগেই দলে এসেছিলেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। শফিউল যুক্ত হওয়ায় বিশ্বকাপের পর বেশ আলাদা এক পেস আক্রমণ নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ।

ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক, শফিউল ইসলাম।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago