চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি ইটভাটা থেকে আজ (২৪ জুলাই) সকালে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনশি আসাদুজ্জামানের বরাত দিয়ে আমাদের কুষ্টিয়া সংবাদদাতা জানান, নিহতের নাম আবীর হোসাইন (১০)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলী হোসাইনের ছেলে।
ওসি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আজ সকাল সাড়ে সাতটার দিকে কয়রাডাঙ্গা গ্রামের কাছে ভালাইপুর এলাকার একটি ইটভাটা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবীর হোসাইন উপজেলার কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থী ছিলো।
এ ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এ বিষয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, “হত্যাকাণ্ডের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কী আছে সেটি অনুসন্ধানে আমাদের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করছে।”
“খুব শিগগিরই আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারবো,” যোগ করেন তিনি।
Comments