বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডকে ১৬ সদস্যে নামিয়ে আনল শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুরুতে ২২ সদস্যের দল দিয়েছিল শ্রীলঙ্কা। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় ছেঁটে ফেলা হয়েছে পাঁচ ক্রিকেটারকে।
malinga
ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুরুতে ২২ সদস্যের দল দিয়েছিল শ্রীলঙ্কা। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় ছেঁটে ফেলা হয়েছে পাঁচ ক্রিকেটারকে।

টাইগারদের মোকাবেলা করার জন্য বুধবার (২৪ জুলাই) ১৬ সদস্যের দল দিয়েছে লঙ্কানরা। অধিনায়কের দায়িত্ব থাকছে ওপেনার দিমুথ করুনারত্নের কাঁধেই। প্রথম ওয়ানডে খেলে অবসরে যাওয়া লাসিথ মালিঙ্গার জায়গায় পরের দুটি ওয়ানডের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে দাসুন শানাকাকে।

গেল ১৯ জুলাই প্রাথমিক দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। সেখানে বিশ্বকাপ স্কোয়াডে থাকা চারজনকে বাদ দেওয়া হয়েছিল। তারা হলেন- সুরঙ্গা লাকমল, মিলিন্দা সিরিবর্ধনে, জেফরি ভ্যান্ডারসে ও জীবন মেন্ডিস। নতুন করে দলে ডাকা হয়েছিল দশজনকে। এদের মধ্যে দলে টিকে গেছেন পাঁচজন। নতুন করে বাদ পড়েছেন পাঁচজন।

আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) কলম্বোতে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুদল। ২৮ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। তিনটি ওয়ানডে খেলে আগামী ১ আগস্ট দেশে ফিরবে টাইগাররা।

ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা (প্রথম ওয়ানডে)/দাসুন শানাকা (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে)।

বাদ পড়লেন যারা:

নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, আমিলা আপোন্সো, লাকশান সান্দকান, লাহিরু মাদুশঙ্কা।

Comments