সাকিব-মাশরাফিকে ছাড়াও বাংলাদেশ ভালো দল: কারুনারাত্নে

গত এক দশক ধরেই বাংলাদেশ দলের সেরা পারফর্মার সাকিব আল হাসান। বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তো উড়ন্ত ছন্দে ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে নেই তিনি। নেই দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। যার হাত ধরেই ক্রিকেট বিশ্বে বড় নাম হয়েছে বাংলাদেশ। তবে এ দুই তারকাকে ছাড়াও বাংলাদেশকে ভালো দল মানছেন লঙ্কান অধিনায়ক দিমুথ কারুনারাত্নে।
dimuth karunaratne
Photo: ICC

গত এক দশক ধরেই বাংলাদেশ দলের সেরা পারফর্মার সাকিব আল হাসান। বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তো উড়ন্ত ছন্দে ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে নেই তিনি। নেই দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। যার হাত ধরেই ক্রিকেট বিশ্বে বড় নাম হয়েছে বাংলাদেশ। তবে এ দুই তারকাকে ছাড়াও বাংলাদেশকে ভালো দল মানছেন লঙ্কান অধিনায়ক দিমুথ কারুনারাত্নে।

সাম্প্রতিক সময়ে আগের মতো নেই শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলটি কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে অবসর নেওয়ার পর থেকেই ধুঁকছে। ভাগ্য সঙ্গ দেওয়াও বিশ্বকাপে বাংলাদেশের উপরে থেকেই দেশে ফিরেছে তারা। কিন্তু বাস্তব দৃষ্টিতে তাদের ঢের এগিয়ে আছে টাইগাররা। কিন্তু বাংলাদেশের সেরা দুই তারকা না থাকায় শ্রীলঙ্কার সুযোগ দেখছেন অনেকেই। কিন্তু কারুনারাত্নে এমনটা মনে করছেন না।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অকপটে সে কথাই বললেন কারুনারাত্নে, 'গত কয়েক বছর ধরেই দারুণ ক্রিকেট খেলে আসছে বাংলাদেশ। সাকিব এবং মাশরাফি বিশ্বকাপে খুবই ভালো খেলেছে। কিন্তু আমার মনে যে সকল খেলোয়াড়রা তাদের পরিবর্তে এসেছে তাদের দারুণ প্রতিভা রয়েছে। তারা বাংলাদেশ দলের হয়ে খুব ভালো করছে। তারা খুব ভালো একটা দল।'

তাই বাংলাদেশের বিপক্ষে জিততে হলে সেরা ক্রিকেট খেলেই জিততে হবে বলে মনে করেন কারুনারাত্নে। টাইগারদের হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ নেই বলেই জানান অধিনায়ক, 'তাদের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে। এবং কোথাও কোনো সুযোগ নেই তাদের হালকা ভাবে নেওয়ার। আমাদের সাধ্যের মধ্যে সেরাটা খেলতে হবে। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে।'

শুক্রবার কলম্বোয় প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এ ম্যাচ খেলেই অবসর নিবেন লঙ্কান পেসার পেসার লাসিথ মালিঙ্গা। তাই তার বিদায়ে ভালো কিছু করতে প্রত্যয়ী দলটি। জয় দিয়েই এ কিংবদন্তীকে বিদায় দিতে চান কারুনারাত্নে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago