৬ মাসে ধর্ষণ-নিপীড়নের শিকার ৮২৬ শিশু: রিপোর্ট

গত ছয় মাসে দেশজুড়ে ৮২৬ শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ধর্ষণের পর এই শিশুদের মধ্যে ২২৪ জনকে হত্যা করা হয়েছে। আর ৭৬ শিশু নির্যাতন ও ২৭ শিশু তাদের শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে।
violence against children
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

গত ছয় মাসে দেশজুড়ে ৮২৬ শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ধর্ষণের পর এই শিশুদের মধ্যে ২২৪ জনকে হত্যা করা হয়েছে। আর ৭৬ শিশু নির্যাতন ও ২৭ শিশু তাদের শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে।

আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চাইল্ড রাইটস এডভোকেসি কোয়ালিশন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোয়ালিশনের মধ্যে থাকা আইন ও সালিশ কেন্দ্র বলেছে, গত পাঁচ বছরে ধর্ষণের ভিকটিমদের মধ্যে ৯০ শতাংশই শিশু ও কিশোর বয়সী।

শিশু নির্যাতনের ঘটনার বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে কোয়ালিশন এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত একটি শিশু অধিকার কমিশন ও শিশু অধিদপ্তর গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজ বলেন, শিশুদের রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সমন্বয় করবে শিশু অধিদপ্তর।

এই কোয়ালিশনের মধ্যে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর মধ্যে রয়েছে সেভ দ্য চিলড্রেন, একশন এইড বাংলাদেশ, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের মতো সংস্থাগুলো।

শিশু ধর্ষণ বা নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার জন্য পৃথক ট্রাইব্যুনালের গুরুত্ব তুলে ধরে কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়, বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি শিশু নির্যাতন বৃদ্ধির মূল কারণ।

পরামর্শ হিসেবে তারা বলেন, শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago