কস্তার হ্যাটট্রিকে রিয়ালের জালে অ্যাতলেটিকোর ৭ গোল!

লা লিগার নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদকে বড়সড় এক বার্তাই দিয়ে রাখল অ্যাতলেটিকো মাদ্রিদ। দিয়েগো কস্তার হ্যাটট্রিকসহ চার গোলের কল্যাণে নগর প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রীতি ম্যাচের এই ফল বুঝিয়ে দিল, দ্রুত নিজেদেরকে গুছিয়ে নিতে না পারলে জিনেদিন জিদানের দলের সামনে এবারও কঠিন সময় অপেক্ষা করছে।
real and atletico
ছবি: এএফপি

লা লিগার নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদকে বড়সড় এক বার্তাই দিয়ে রাখল অ্যাতলেটিকো মাদ্রিদ। দিয়েগো কস্তার হ্যাটট্রিকসহ চার গোলের কল্যাণে নগর প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রীতি ম্যাচের এই ফল বুঝিয়ে দিল, দ্রুত নিজেদেরকে গুছিয়ে নিতে না পারলে জিনেদিন জিদানের দলের সামনে এবারও কঠিন সময় অপেক্ষা করছে।

গেল ২০১৮-১৯ মৌসুমটা মোটেও ভালো কাটেনি রিয়ালের। বলা চলে, স্প্যানিশ পরাশক্তিরা একেবারে ব্যর্থই হয়েছিল। লা লিগায় পেয়েছিল তৃতীয় স্থান। টানা তিনবারের চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। কোপা দেল রেতেও তাদের দৌড় থেমেছিল সেমিফাইনালে।

দুঃস্বপ্নের মতো কাটানো ওই মৌসুমের দ্বিতীয়ভাগের মাঝামাঝি সময়ে কোচ হিসেবে রিয়ালে ফের যোগ দেন জিদান। ক্লাবকে সাফল্য উপহার দিতে, চেনা রাস্তায় ফেরাতে। সে লক্ষ্যে আসন্ন মৌসুম শুরুর আগে এক ঝাঁক নামিদামি খেলোয়াড় দলে টেনেছেন তিনি। তাদের মধ্যে আছেন এডেন হ্যাজার্ড, লুকা জভিচ ও রদ্রিগো। কিন্তু তাদেরকে নিয়েও অ্যাতলেটিকোর কাছে বিশাল ব্যবধানে হেরেছে রিয়াল। স্ট্রাইকার জভিচ আবার চোট পেয়ে মাঠ ছাড়েন খেলা শুরুর আধা ঘণ্টার মধ্যে।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে রিয়ালকে ৭-৩ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এই ম্যাচের প্রথমার্ধে ৫-০ ব্যবধানে এগিয়ে ছিলেন কস্তারা। দ্বিতীয়ার্ধে হয় আরও পাঁচ গোল। সেসময় অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ছিল রিয়ালের। আর অ্যাতলেটিকোও দেয় সুযোগ নষ্ট করার মহড়া!

ম্যাচের বিরতির আগেই হ্যাটট্রিক পেয়ে যান স্প্যানিশ স্ট্রাইকার কস্তা। প্রথম মিনিটেই অ্যাতলেটিকোকে এগিয়ে নেওয়ার পর লক্ষ্যভেদ করেন ২৮ ও ৪৫তম মিনিটে। পরের গোলটি আসে স্পট কিক থেকে। এর মাঝে বেনফিকা থেকে যোগ দেওয়া উদীয়মান তারকা জোয়াও ফেলিক্স ও অ্যাঙ্গেল কোরেয়াও জালের দেখা পান। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১তম মিনিটে নিজের চতুর্থ গোল আদায় করে স্কোরলাইন ৬-০ করেন কস্তা।

৫৯তম মিনিটে নাচো ফার্নান্দেজ রিয়ালের হয়ে ব্যবধান কমান। তিন মিনিট পর ফাউলের সূত্র ধরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেন কস্তা ও দানি কারভাহাল। ফলে দুদলই পরিণত হয় দশ জনে। ৭০তম মিনিটে অ্যাতলেটিকো ফের গোল পেয়ে যায় ভিতোলোর কল্যাণে। তাই ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে করিম বেনজেমা ও তরুণ ডিফেন্ডার হাভিয়ের হার্নান্দেজ জালের ঠিকানা খুঁজে পেলেও একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago