ফিলিপাইনে দুই দফা শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮

Philippines Quake
ছবি: বাসস

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপে আজ (২৭ জুলাই) দুই দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আটজন নিহত ও আরও অনেক লোক আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, লোকজন যখন ঘুমাচ্ছিলো তখন ভূমিকম্প দুটি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান।

বাতান্স প্রদেশে ভূমিকম্প দুটি আঘাত হানে। প্রদেশটি ফিলিপাইনের বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে অবস্থিত। এটি একটি ছোট দ্বীপ। এখানে তেমন জনবসতি নেই। ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়েন। ফিলিপাইন সংবাদমাধ্যমের বিভিন্ন ফুটেজে পাকা বাড়ি ধসে পড়ার পাশাপাশি সড়কে ফাটল দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৫.৪ ও ৫.৯। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

শুক্রবার দিবাগত রাত ৪টা ১৫মিনিটের দিকে যখন প্রথম দফার ভূমিকম্প আঘাত হানে তখন লোকজন ঘুমাচ্ছিলো। এর মাত্র চারঘণ্টা পর সেখানে দ্বিতীয় দফার ভূমিকম্প আঘাত হানে।

মেয়র রাউল ডি সাগন এএফপিকে বলেন, “ভূমিকম্পে আটজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

তিনি এএফপিকে বলেন, “আমরা বিভিন্ন ঘরবাড়ি কাঁপতে দেখেছি। এসময় অনেক ঘরবাড়ির দেয়াল ধসে পড়ে এবং কিছু দেয়াল লোকজনের ওপর পড়ে।”

তিনি আরও বলেন, “কিছু লোক ঘুমের ঘোরেই দেয়াল চাপা পড়ে মারা গেছে।”

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago