মেসির কাছাকাছি বেতনে চাইনিজ ক্লাবে বেল!
মোটা অঙ্কের বেতনে রিয়াল মাদ্রিদ ছেড়ে চীনের ক্লাব জিয়াংসু সুনিংয়ে খুব শিগগিরই যোগ দিতে যাচ্ছেন গ্যারেথ বেল, এমনটাই দাবি করেছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ও স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা।
টেলিগ্রাফ জানিয়েছে, ৩০ বছর বয়সী বেলকে দলে নিতে লোভনীয় প্রস্তাব দিয়েছে সুনিং। ওয়েলস তারকাকে প্রতি সপ্তাহে ১.২ মিলিয়ন (১২ লক্ষ) পাউন্ড দিতে আগ্রহী তারা! যা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসির বেতনের কাছাকাছি। আর্জেন্টাইন ফরোয়ার্ড সাপ্তাহিক ১.৭ মিলিয়ন (১৭ লক্ষ) পাউন্ড উপার্জন করেন। ফুটবলারদের মধ্যে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পান।
রিয়ালে বর্তমানে বেলের বেতন প্রতি সপ্তাহে ৬ লক্ষ পাউন্ড। অর্থাৎ চীনের ক্লাবটিতে নাম লেখালে তিনি দ্বিগুণ আয় করতে পারবেন। সেই সঙ্গে বিশাল ব্যবধানে পেছনে ফেলবেন আরেক আর্জেন্টাইন ফুটবলার এজকুয়েল লাভেজ্জিকে। চাইনিজ সুপার লিগে সবচেয়ে বেশি আয় করা এই ফরোয়ার্ড প্রতি সপ্তাহে পান ৫ লক্ষ পাউন্ড।
মার্কা জানিয়েছে, সুনিংয়ের সঙ্গে বেলের চুক্তিটা হবে তিন বছর মেয়াদী। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই (২৭ জুলাই) সম্পন্ন হয়ে যেতে পারে দলবদলের কার্যক্রম। যদিও বেলের ঘনিষ্ঠ বন্ধুরা বলেছেন, চুক্তির কিছু শর্ত-ধারা নিয়ে দুপক্ষ এখনও পুরোপুরি সম্মত হতে পারেনি।
২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে স্প্যানিশ পরাশক্তি রিয়ালে যোগ দেন বেল। সেসময়ের বিশ্বরেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে। তবে রিয়ালে আসার পর বারবার চোটে পড়ার কারণে নিজের সেরাটা খুব কম সময়েই দেখাতে পেরেছেন। ক্লাবটির হয়ে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন তিনি।
ছয় মৌসুম কাটানোর পর বেল রিয়াল ছাড়ছেন, এটা নিশ্চিত। কেননা দলটির কোচ জিনেদিন জিদানের পরিকল্পনায় অন্তর্ভুক্ত নন তিনি। গেল রবিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপজয়ী সাবেক তারকা জানিয়েছিলেন, বেলকে তাদের দরকার নেই। তিনি আরও যোগ করেছিলেন, যত দ্রুত বেল নতুন ঠিকানায় পাড়ি জমাবেন, সকলের জন্য ততই মঙ্গল।
Comments