দাঁতের চিকিৎসা নিলেন খালেদা জিয়া

khaleda zia
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দাঁতের চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, আজ (২৭ জুলাই) দুপুর একটার দিকে খালেদা জিয়াকে হাসপাতালের দন্ত বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে আধঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়।

পরে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে আবারও কেবিনে নিয়ে যাওয়া হয়।

গত ১ এপ্রিলে খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

Comments