কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদা চাইবে বিসিবি

ঘরোয়া ক্রিকেট নিয়মিয়ই হয় কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হয় বয়সভিত্তিক খেলা, ‘এ’ দলের সিরিজও। এবার এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটও আয়োজন করতে চায় বিসিবি। আর সেজন্য আইসিসির অনুমোদন চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sheikh Kamal International Cricket Stadium, Cox's Bazar

ঘরোয়া ক্রিকেট নিয়মিয়ই হয় কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হয় বয়সভিত্তিক খেলা, ‘এ’ দলের সিরিজও। এবার এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটও আয়োজন করতে চায় বিসিবি। আর সেজন্য আইসিসির অনুমোদন চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশের আটটি ভেন্যুর আছে আন্তর্জাতিক মর্যাদা। সর্বশেষ ২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেয়েছিল সেই মর্যাদা। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সভা শেষে বোর্ড সভাপতি জানান, আইসিসির অনুমোদন পেলে কক্সবাজার হবে দেশের নবম আন্তর্জাতিক ভেন্যু, ‘শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদার জন্য আবেদন করবো। এর জন্য যা যা করা দরকার তা শুরু করছি।’

কেবল ভেন্যুই নয়। কক্সবাজারে একটি আবাসিক অ্যাকাডেমি করারও পরিকল্পনা নিয়েছে বিসিবি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পর কক্সবাজারে হবে আরেকটি মানসম্মত অ্যাকাডেমি, ‘আধুনিক আন্তর্জাতিক মানের একটা অ্যাকাডেমি সেখানে স্থাপন করতে যাচ্ছি। সেখানে ডরমেটরির সুবিধাও থাকবে। যেন সেখান থেকে সবাই অনুশীলন করতে পারে। কোচরা কাজ করতে পারে নতুন নতুন খেলোয়াড় বের করার জন্য।’

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago