না ফেরার দেশে বাংলাদেশের প্রথম অধিনায়ক
মাত্র একদিন আগেই তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার আর দরকার হলো না। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির পাড়ি দিলেন না ফেরার দেশে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে শামীম কবিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে রাজধানীর ইডেন ক্লিনিকে মৃত্যু হয় তার। ৭৪ বছর বয়েসী সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। গত কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছিল তাকে।
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়ক হিসেবে ১৯৭৭ সালে এমসিসির বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শামীম।
১৯৪৫ সালে নরসিংদীর এক বনেদী পরিবারের জন্ম হয় শামীমের। ১৯৬১ সালে অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে। পাকিস্তান আমলে তৎকালীন পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ। মিডল অর্ডারে ব্যাটিং আর অকেশনাল উইকেটকিপার হিসেবে পরিচিত ছিল তার। পূর্ব পাকিস্তান সবুজ দলের হয়ে পূর্ব পাকিস্তান রেলওয়ের বিপক্ষে ৮৯ রানের ইনিংস তার ক্যারিয়ার সর্বোচ্চ।
Comments