ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কী না, দেখার নির্দেশ হাইকোর্টের

high court
স্টার ফাইল ফটো

ডেঙ্গু পরীক্ষায় হাসপাতালগুলো অতিরিক্ত টাকা নিচ্ছে কী না তা দেখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও, আগামী ১ আগস্ট এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে।

আজ (২৯ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন যে গতকাল সরকার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ডেঙ্গু জ্বর পরীক্ষার মূল্য যে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে তার চেয়ে বেশি যেনো নিতে না পারে।

এছাড়া, সরকারি হাসপাতালগুলো যেনো ডেঙ্গু রোগীদের কাছ থেকে কোনো খরচ না নেয় সে কথাও আদেশে বলা হয়েছে।

সরকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু পরীক্ষার খরচ বেঁধে দিয়েছে- এমন সংবাদের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এবং সুপ্রিমকোর্টের আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী আদালতকে অবহিত করলে বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ২৫ জুলাই উচ্চআদালত জানতে চান বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো ডেঙ্গু জ্বর পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করছে কী না এবং সরকারি হাসপাতালগুলো বিনা পয়সায় ডেঙ্গু রোগীদের সেবা দিচ্ছে কী না।

আরো পড়ুন:

ডেঙ্গু পরীক্ষার খরচ বেঁধে দিলো সরকার

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago