টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মুখিয়ে আছেন কোহলি
বর্তমান আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল ভারত। গত কয়েক বছর ধরেই এ সংস্করণে দারুণ ধারাবাহিক দলটি। তবে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিততে চায় দলটি। আগামী আগস্ট থেকে নয়টি টেস্ট খেলুড়ে দেশ নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। দুই বছর ব্যাপী এ আসর নিয়ে দারুণ রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এ শিরোপা জেতার জন্য মুখিয়ে আছেন ভারতীয় অধিনায়ক।
ক্রিকেটের মূল ধারাই বলা হয় টেস্ট ক্রিকেটকে। কিন্তু হালের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের জন্য এ সংস্করণের আকর্ষণ আগের মতো নেই বললেই চলে। তাই সাদা পোশাকের খেলাটির রঙ ধরে রাখতে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। যেখানে ৯ টেস্ট খেলুড়ে দেশ আগামী দুই বছর একে অপরের মোকাবেলা করবে। এরপর শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উচ্ছ্বসিত কোহলি বলেন, ‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে আরও গুরুত্বপূর্ণ করবে এই আসর। টেস্ট ক্রিকেট সব সময়েই চ্যালেঞ্জিং, আর এতে ভালো করলে অন্য রকম একটা শান্তি পাওয়া যায়। টেস্টে ভারত কয়েক বছর ধরে বেশ ভালো করছে। আমরা চাইব এই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য।’
আগামী ১ আগস্ট থেকে শুরু হবে এই আসর। নয়টি দেশ একে অপরের সঙ্গে দুই বছরব্যাপী ২৭টি টেস্ট সিরিজ খেলবে। এতে মোট ৭২টি টেস্ট ম্যাচ হবে। সবগুলো দেশ তিনটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রত্যেক সিরিজে ১২০ পয়েন্ট থাকবে। এই ১২০ পয়েন্ট ভাগ হবে সিরিজে খেলা টেস্ট সংখ্যার ওপর। তিন টেস্ট হলে প্রতি টেস্টের জন্য ৪০ পয়েন্ট করে থাকবে, দুটি টেস্ট হলে ৬০। টেস্ট টাই হলে পয়েন্ট ভাগাভাগি হবে। ড্র হলে ৩:১ অনুপাতে ভাগাভাগি হবে। সিরিজগুলোর দৈর্ঘ্য দুই টেস্ট থেকে সর্বোচ্চ পাঁচ টেস্ট পর্যন্ত হবে।
Comments