রোহিতের সঙ্গে আমার দ্বন্দ্ব বাজে একটা গুজব: কোহলি
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেনার রোহিত শর্মার সম্পর্কে ফাটল ধরেছে। অনেক দিন থেকেই এ সংবাদ ফলাও করে ছাপিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অবশ্য এর মূল কারণ হিসেবে দুই জনের স্ত্রীকে দায় দিয়েছে তারা। তবে নিজেদের মধ্যে কোনো ধরণের দ্বন্দ্ব নেই বলেই জানিয়েছেন কোহলি। এমনকি নিজেও এটা সংবাদমাধ্যমেই শুনেছেন বলে জানালেন তিনি। এ ধরণের তথ্যকে স্রেফ একটা গুজব হিসেবেই আখ্যা দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
উইন্ডিজ সফরের উদ্দেশ্যে আগের দিন দেশ ছেড়েছে ভারতীয় দল। এর আগে রোহিতের সঙ্গে বিরোধ নিয়ে সংবাদ-সম্মেলনে কোহলি বলেছেন, 'এটা খুবই বাজে একটা গুজব। এ সকল কথা একদম হাস্যকর। বিশ্বকাপের পর যত জায়গায় গিয়েছি, সবাই বলেছে আমরা ভালো খেলেছি। আমাদের সবাই সম্মান করছে। আর অন্যদিকে এসব বিভ্রান্তিকর জিনিস নিয়ে কথা হচ্ছে। অনেকে এসব বিশ্বাসও করেছে। এটা আমাদের জন্য অসম্মানজনক।’
বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পরই কোহলি ও রোহিতের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন ওঠে। এটা আরও উসকে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিতের স্ত্রী ঋতিকা কোহলির স্ত্রী আনুশকা একে অপরকে 'আনফলো' করে দেওয়ায়। কিন্তু কোহলি এসব কিছুই অস্বীকার করেছেন, 'আমি ১১ বছর ধরে খেলছি, রোহিত ১০ বছর। ড্রেসিংরুমের বাইরে থাকা মানুষ আমাদের নিয়ে এসব বলছে। আমাদের মধ্যে যদি দ্বন্দ্বই থাকত, তাহলে বিশ্বকাপসহ গত দুই-তিন বছরে আমরা এত ভালো খেলতাম না। টেস্টে আমরা ৭ নম্বর থেকে এক নম্বরে উঠেছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিও যথেষ্ট শক্তিশালী আমাদের দল। নিজের মাঝে সম্মানটা না থাকলে এটা সম্ভব হতো না।'
‘আমি যদি কাউকে পছন্দ না করি, তাহলে সেটা আমার অভিব্যক্তি দেখলেই বুঝতে পারবেন। আমি সবসময়ই রোহিতের প্রশংসা করছি। তার সাথে আমার কোন মনমালিন্য নেই। জানিনা আমাদের নিয়ে এসব কথা ছড়িয়ে কারা লাভবান হচ্ছে। আমরা সবাই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করছি। অন্যদিকে মানুষ এসব বানোয়াট কথা নিয়ে পড়ে আছে।' - যোগ করে আরও বলেছেন কোহলি।
Comments