এই সংকট থেকে বেরুতে পারবেন, বিশ্বাসেই ভর তামিমের

Tamim Iqbal

বিপুল প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়ে হয়েছেন ব্যর্থ। অধিনায়কের ভার নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। তামিম ইকবাল সেই ভারে যেন আরও ন্যুজ। রান পাচ্ছে না, আউট হওয়ার ধরণও প্রশ্নের মুখে ফেলছে তার ব্যাটিং। গত ছয় ম্যাচেই টানা বোল্ড হয়েছে। আত্মবিশ্বাস তলানীতে যাওয়া ফুটে বেরুচ্ছে তার ব্যাটিং দেখলেন। সব সংস্করণেই বাংলাদেশের সেরা রান সংগ্রাহক এই সংকট থেকে বেরুতে পারবেন, এমন জোর বিশ্বাসের কথাই শোনালেন।

প্রথম দুই ওয়ানডে হেরে এরমধ্যেই সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। দলের খুব বেশি কিছু পাওয়ার না থাকলেও ব্যক্তিগতভাবে তামিমের পাওয়ার যে আছে অনেক সেই তাড়না অনুভব করছেন তিনি, ‘আমি প্রতিদিনই অনুভব করার চেষ্টা করি। প্রতিদিনই আমার মনে হয় যে আজকে হয়ে যাবে, আজকে হয়ে যাবে। আমি আউট হওয়ার ধরণও বুঝতে পারছি। শেষ ৬ ম্যাচে একইরকম ডিসমিসাল হয়েছে।

ভুল হচ্ছে, ভুলের চক্কর থেকে বেরুতে চান। সেজন্য আর কোন কিছু না নিজের বিশ্বাসটাই সঙ্গী তামিমের, ক্যারিয়ারে এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলেন, সেখান থেকেই উত্তরণের পথ খুঁজছেন দেশসেরা ওপেনার,  ‘একজন ক্রিকেটার হিসেবে এসব থেকে বেরুনোর বিশ্বাস রাখতে হবে। ইতিবাচক ব্যাপার হচ্ছে, এই রকম পরিস্থিতিতে আমি প্রথমই পড়লাম না। অভিজ্ঞতা আগেও হয়েছে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে এর থেকে বেরুতে পারব। বিশ্বাস না রাখলে এটা আরও কঠিন হয়ে যাবে।’

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

25m ago