কানাডায় ৪ ব্যক্তিকে হত্যায় ‘বাংলাদেশি’ তরুণ গ্রেপ্তার
কানাডার একটি বাড়ি থেকে তিনজন নারী ও একজন পুরুষের মৃতদেহ উদ্ধারের পর ‘বাংলাদেশি বংশোদ্ভূত’ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ২৩ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মিনহাজ জামান এবং নিহত চারজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে গতরাতে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তাদের এক প্রতিবেশী।
এছাড়াও, দেশটির কোনো কোনো সংবাদমাধ্যম দাবি করেছে যে তারা সবাই একই পরিবারের সদস্য।
রয়টার্স বলছে, টরন্টোর ৩০ কিলোমিটার দক্ষিণে অন্টারিওর মারখাম আবাসিক এলাকা থেকে রোববার বেলা ৩টায় একটি ফোন কল পেয়ে ওই বাড়ি থেকে মিনহাজকে গ্রেপ্তার করে ইয়র্ক আঞ্চলিক পুলিশের (ওয়াইআরপি) সদস্যরা। পরে তাকে হাজতে নেওয়া হয়।
ইয়র্ক পুলিশের মুখপাত্র অ্যান্ডি প্যাটেনডেন সাংবাদিকদের জানান, তাদের হাতে গ্রেপ্তার হওয়া ওই তরুণের বিরুদ্ধে চার ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আগামী সোমবার মিনহাজ জামানকে অন্টারিওর আদালতে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি।
Comments