কুমিল্লা গরুবোঝাই ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুও মারা গেছে।
আজ (৩১ জুলাই) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিন গরু ব্যবসায়ী হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আজ ভোরে গরুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিলো। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা তিন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া ট্রাকে থাকা ছয়টি গরুও মারা যায়।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটিও উদ্ধার করা হয়।
Comments