বেতনের দাবিতে রাস্তায় শুয়ে পৌরসভা কর্মীদের বিক্ষোভ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ (৩১ জুলাই) সকাল ৯টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় তারা অবস্থান নেন।
এ নিয়ে টানা ১৮দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলিম মোল্লা।
তিনি বলেন, “দেশের ৩২৮টি পৌরসভার প্রায় ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন নেই। কোনো কোনো পৌরসভায় দুই থেকে ৭৮ মাস বেতন-ভাতা বকেয়া এবং শতভাগ পৌরসভায় অবসরকালীন ভাতা বকেয়া রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি এবং অহিংস আন্দোলন করে আসছি। এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আজকে অবস্থান কর্মসূচি পালনের ১৮তম দিন।”
দাবি বাস্তবায়নে আজকের মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসলে আসন্ন ঈদুল আজহার নামাজ রাস্তায় পড়ার ঘোষণা দেবেন বলেও জানান তিনি।
Comments