নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

সদরঘাট লঞ্চ টার্মিনাল। স্টার ফাইল ছবি

আসন্ন ঈদে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। ছুটি বাতিলের কারণ হিসেবে এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ উল আযহা উৎসব উদযাপন ও বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago