আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই ব্যাংককের ৩ স্থানে বোমা বিস্ফোরণ
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলার মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিনটি স্থানে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
আজ (২ আগস্ট) সকাল ৯টার একটু আগে ব্যাংককের দুটি স্থানে ছোট আকারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ কিছুক্ষণ পরেই শহরের উত্তরাঞ্চলের একটি সরকারি ভবনে তৃতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির ইরাওয়ান মেডিক্যাল সেন্টারের বরাতে জানা গেছে, এসব বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চার ব্যক্তি আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আঘাত পাননি। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা এক টুইটবার্তায় বলেছেন, “এমন পরিস্থিতির সৃষ্টি করে যারা শান্তি এবং দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে তাদের প্রতি আমি নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “আমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের যত্ন নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”
Comments