নেইমারকে পিএসজিতেই থাকার অনুরোধ এমবাপের

প্যারিস সেইন্ত জার্মেইয়ে (পিএসজি) বেশ আশা নিয়েই গিয়েছিলেন নেইমার। কিন্তু এক মৌসুম না যেতেই অসুখী হয়ে পড়েন তিনি। তার চেয়ে ক্লাবে এখন বেশি গুরুত্ব পাচ্ছেন তরুণ তারকা কিলিয়ান এমবাপে। বিষয়টি ভালো লাগেনি তার। বার্সেলোনায় ফিরতে আকুল তিনি। কিন্তু এমবাপে চাচ্ছেন নেইমার যেন পিএসজিতেই থাকেন। এমনকি ব্রাজিলিয়ান তারকাকে থেকে যাওয়ার অনুরোধও করেছেন।
ছবি: এএফপি

প্যারিস সেইন্ত জার্মেইয়ে (পিএসজি) বেশ আশা নিয়েই গিয়েছিলেন নেইমার। কিন্তু এক মৌসুম না যেতেই অসুখী হয়ে পড়েন তিনি। তার চেয়ে ক্লাবে এখন বেশি গুরুত্ব পাচ্ছেন তরুণ তারকা কিলিয়ান এমবাপে। বিষয়টি ভালো লাগেনি তার। বার্সেলোনায় ফিরতে আকুল তিনি। কিন্তু এমবাপে চাচ্ছেন নেইমার যেন পিএসজিতেই থাকেন। এমনকি ব্রাজিলিয়ান তারকাকে থেকে যাওয়ার অনুরোধও করেছেন।

নানা ঘটনার পর কদিন আগেই পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। দলের সঙ্গে চীন সফরে গেলেও গ্রীষ্মের ছুটির পর কোন ম্যাচ খেলেননি। সেখানেই সতীর্থকে থেকে যাওয়ার অনুরোধ করেছেন এমবাপে। শেংঝেনের বিপক্ষে মাঠে নামার আগে এ ফরাসী বলেন, 'নেইমার সবসময়ের মতো আছে, নানা গুণাবলীতে পরিপূর্ণ এবং সে তা দেখিয়েছে। আমি চাই সে যেন থেকে যায় এবং এটা আমি তাকে পরিস্থিতিটা পুরো বলেছিলও। সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই চাই সে যেন থেকে যায়।'

২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। মূলত মেসির ছায়া থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু সেখানে উল্টো তরুণ এমবাপের ছায়ায় ঢাকা পড়েছেন এ ব্রাজিলিয়ান। তার উপর গত মৌসুমে একের পর এক কাণ্ডে হয়েছেন সমালোচিত। যার জন্য তার উপর ক্লাবটির কোচ-কর্মকর্তারাও অসন্তুষ্ট। ক্লাবটির মালিক নাসের আল-খেলাইফির তো চক্ষুশূলে পরিণত হয়েছেন।

আর তাই নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে গুঞ্জনের শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। কিন্তু এগিয়েছে খুব অল্পই। আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পিএসজিতে আর খেলতে চান না, এ কথা ক্লাবকে সাফ জানিয়ে দিয়েছেন নেইমার। ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগেই তার দলবদল চূড়ান্ত না করলে পিএসজির হয়ে আর খেলবেন না বলেই জানিয়েছেন এ ব্রাজিলিয়ান।

এদিকে চীনে গিয়ে ক্লাবের ক্রীড়া পরিচালক লিওনার্দোও চেষ্টা করেছেন বোঝাতে। কিন্তু লাভ হয়নি। উল্টো আরও বেঁকে বসেছেন নেইমার। এখন দেখার বিষয় সতীর্থ এমবাপের অনুরোধে কতটা কাজ হয়।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago