২৪ ঘণ্টায় আরও ১,৬৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে: স্বাস্থ্য অধিদপ্তর
দেশজুড়ে ডেঙ্গুর অব্যাহত প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৪৯ জন মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৯১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৬ হাজার ০৪৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের হিসাব অনুযায়ী এই সময়ের মধ্যে রোগটিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ডেঙ্গুতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
গত ১৮ বছরের হিসাব বলছে এ বছরের আগে কখনই বছরজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়ায়নি। সেখানে এবছরের শুধুমাত্র জুলাই মাসেই ১৩ হাজার ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ২০১৭ সালের নভেম্বর মাসে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ এই জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর কিছু করা সম্ভব না হলে অক্টোবর কিংবা নভেম্বরের শেষ পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকতে পারে।
Comments