উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানকে ছুঁয়ে ফেলল ভারত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশের মাটিতে ৫০ বা তার চেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এতদিন কেবল ছিল পাকিস্তানের একার। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
india cricket team
ভারতীয় ক্রিকেট দল। ছবি: এএফপি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশের মাটিতে ৫০ বা তার চেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এতদিন কেবল ছিল পাকিস্তানের একার। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

শনিবার (৩ আগস্ট) ফ্লোরিডার লডারহিলে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। লো স্কোরিং ম্যাচে ৪ উইকেটের জয় পায় বিরাট কোহলির দল।

টসে হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেওয়া মাত্র ৯৬ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখে পেরিয়ে যায় ভারত। দেশের বাইরে টি-টোয়েন্টি ম্যাচে এটি তাদের ৫০তম জয়। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে এই রেকর্ড গড়েছে তারা।

সব (দেশে ও বিদেশে) টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়েও সর্বোচ্চ জয়ের পরিসংখ্যানে পাকিস্তানের ঠিক পরেই রয়েছে ভারত। মোট ১৪৩ ম্যাচে পাকিস্তানের জয় ৯০টিতে। দ্বিতীয় স্থানে থাকা ভারত ৭১টি জিতেছে ১১৬ ম্যাচ খেলে।

এই ম্যাচে হয়েছে আরও একটি রেকর্ড। গড়েছেন ভারতের দলনেতা কোহলি। শ্রীলঙ্কার সাবেক তারকা তিলকরত্নে দিলশানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চারের মালিক এখন তিনি।

ছোট লক্ষ্য তাড়ায় স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে কোহলি ২৯ বলে করেন ১৯ রান। চার মারেন মাত্র একটি। রেকর্ড নিজের করে নিতে এই একটি বাউন্ডারিই যথেষ্ট হয়েছে তার জন্য। কোহলির চারের সংখ্যা ২২৪টি। দিলশান মেরেছিলেন ২২৩টি।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago