টেক্সাসের ঘটনার পর এবার ওহাইওতে হামলা, নিহত ৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহতের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ওহাইওতে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টুইটে স্থানীয় পুলিশ জানান, ওরিগন ডিস্ট্রিক্টে রাত ১টার দিকে একজন বন্দুকধারী গোলাগুলি শুরু করার কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় থাকা একজন অফিসার সেই ঘটনার অবসান ঘটান। তবে নিহত সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ না করে পুলিশ আরও জানায়, গোলাগুলির পর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের সুপারশপে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং অন্তত ২৬ জন গুরুতর আহত হন।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে এল পাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর।
হামলার ঘটনায় প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছরের এক যুবককে আটক করেছে পুলিশ এবং সে একাই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ওই যুবক ডালাস এলাকার বাসিন্দা।
Comments