২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৮৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি
দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ৮৭০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী যা আগের দিনের চেয়ে ২২১ জন বেশি।
গতকাল সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের স্ত্রী ডেঙ্গু জ্বরে আজ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিভিন্ন হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ জন মারা গেলেন। তবে গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বলে এসেছে যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৮।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন। এদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৭ হাজার ৩৩৮ জন। আর সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বর নিয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন।
Comments