গভীরে নামার প্রস্তুতি নিচ্ছেন আরফিন রুমি
দীর্ঘদিন গান থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন আরফিন রুমি। তার ভক্তরা চিন্তায় ছিলেন প্রিয় শিল্পীর নতুন গান হয়তো তারা আর শুনতেই পারবেন না। সব জল্পনা উড়িয়ে তিনি গত মার্চে ১০ দিনে টানা ১০টি নতুন গান প্রকাশ করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। এরপর থেকে গানে নিয়মিত হয়েছেন তিনি।
সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদে ধ্রুব মিউজিক স্টেশন থেকে আগামীকাল (৬ আগস্ট) প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘গভীরে নামি’। সাথে দ্বৈতকন্ঠে আছেন সাবরিনা। সুর ও সংগীতায়োজনে রয়েছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
আরফিন রুমি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এখন আমি গানে আবার মনোযোগী হয়েছি। দীর্ঘ সময় নিয়েই ‘গভীরে নামি’ গানটি করেছি। সাবরিনার গায়কী অসাধারণ। এমন কণ্ঠের বেশ অভাব রয়েছে। তিনি সেই অভাব হয়তো পূরণ করতে পারবেন।”
“আমার বিশ্বাস, শ্রোতারা গানটি পছন্দ করবেন,” যোগ করেন রুমি।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
Comments