ডেঙ্গুতে ইডেন কলেজের আরেক ছাত্রীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজের ইভা আক্তার (২৪) নামে আরেক ছাত্রীর মৃত্যু হয়েছে।
dengu graphics
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজের ইভা আক্তার (২৪) নামে আরেক ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল রাতে ঢাকার মুগদা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

ইডেন মহিলা কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ইভা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের খালেক মোল্লার মেয়ে। তিনি বাবা-মা ও বড় বোনের সঙ্গে ঢাকার আহম্মদবাদে থাকতেন।

ইভার ফুপাতো ভাই মো. ফাহিম শেখ সূত্রে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিলেন ইভা। বুধবার তাকে ঢাকার মুগদা ক্লিনিকে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ওই ক্লিনিকে ভর্তি রেখেই তার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

আজ (৫ আগস্ট) সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ীর হসাইল গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বিকেলে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার (২০) মারা যান।

আরও পড়ুন:

ডেঙ্গুতে ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু

Comments