ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে এসেছে, শিগগিরই হবে নির্মূল: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমে এসেছে। খুব শিগগিরই সব নির্মুল হয়ে যাবে।
তিনি বলেন, পরীক্ষায় এখন আর কিটের কোনো সংকট নেই। ইতিমধ্যে প্রায় চার লাখ কিট দেশে আনা হয়েছে। প্রতিটি জেলায় কিট পৌছে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে এসে মন্ত্রী এসব কথা বলেন।
ঈদের সময় ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার আশংকা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু যেহেুতু ঢাকায় বেশী হয়েছে। এই ডেঙ্গু রোগীরাই সারাদেশেই ডেঙ্গু ছড়িয়ে দিতে পারে। প্রতিটি জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রনে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে যথাযথ ব্যবস্থা নেয়ার নিদের্শ দেওয়া হয়েছে।
ডেঙ্গু আক্রান্তের হার কমছে দাবি করে তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। তাই ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।
Comments