ঈদে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন
ঈদ উদযাপন উপলক্ষে দিনাজপুরে গ্রামের বাড়িতে ফেরার পথে রাজশাহীতে খুন হয়েছেন এক কলেজ ছাত্র।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, নিহত ফারদিন ইসনা আশারিয়া রাব্বি (১৮) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোজাফফরের ছেলে। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আমাদের রাজশাহী সংবাদদাতাকে ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ (৬ আগস্ট) সকাল ছয়টার দিকে রাজশাহী নগরীর বর্ণালী মোড়ের কাছে রাস্তার ফুটপাতের ওপর থেকে রাব্বির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে ওসি জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রাব্বির ব্যবহৃত ব্যাগ, ঘড়ি, মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।
Comments