লালমনিরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
লালমনিরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এক সপ্তাহ আগে মাত্র একজন ডেঙ্গু রোগী সনাক্ত হলেও কয়েকদিনে তা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
সদর হাসপাতালে এসব ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন সকলেই ঢাকা ও চট্টগ্রামে কাজের সন্ধানে ও আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বিভিন্ন কাজে নিয়োজিত। ঈদে এসব মানুষ বাড়িতে ফিরেছেন। তাই লালমনিরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন সিভিল সার্জন ডা. কাশেম আলী।
Comments