ডেঙ্গুর কবলে ঈদের সিনেমা
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলো ডেঙ্গু আতঙ্কের কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, দেশের বেশির ভাগ সিনেমা হলের পরিবেশ আশাব্যঞ্জক নয়। হলগুলোতে সারাবছর মশার প্রকোপ থাকে।
দর্শকরা সিনেমা হলের ভেতরে মশা ও ছারপোকার যন্ত্রণা নিয়ে মাঝেমধ্যেই গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। এবার এডিস মশার আতঙ্ক দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
সঙ্কট মোকাবেলায় সরকারিভাবে নানা ব্যবস্থা নেওয়া হলেও সারাদেশের মানুষ এখন ডেঙ্গু জ্বরের আতঙ্কে রয়েছেন। তার প্রভাব পড়তে পারে ঈদের সিনেমা মুক্তি পাওয়া হলগুলোতেও। অনেকের আশঙ্কা- ঈদের সিনেমার ব্যবসায় মন্দা আসতে পারে।
এছাড়াও, বিভিন্ন জেলা মানুষ বন্যা আক্রান্ত। পানিবন্দি মানুষের জীবন। তাদের জীবনে বিনোদনের জন্য সিনেমা হলে যাওয়াটা প্রত্যাশা করা যায় না।
চলচ্চিত্র পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গু আতঙ্ক ও বন্যা এড়িয়ে সিনেমা হলে মুক্তি পাবে দুটি চলচ্চিত্র। হলগুলো পরিষ্কার ও ঝুঁকিমুক্ত রাখতে হল মালিকদের সঙ্গে আলোচনা করছে সমিতির কর্তাব্যক্তিরা।
উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পাবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ‘বেপরোয়া’। প্রথম ছবিটিতে জুটি বেঁধেছেন শাকিব খান ও শবনম বুবলী। আর রাজাচন্দ পরিচালিত ‘বেপরোয়া’-য় রয়েছেন ববি ও রোশান।
Comments