রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকারে খুশি বিসিবি

ছবি: ফিরোজ আহমেদ

কে হবেন বাংলাদেশ দলের নতুন কোচ? ক্রিকেট পাড়ায় এ মুহূর্তে মূল আলোচনার বিষয় এটাই। বেশ কিছু নামই উঠেছিল গুঞ্জনে। তবে সবার আগে সাক্ষাৎকার দিতে বাংলাদেশের এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। আর তার সাক্ষাৎকারে সন্তুষ্টও বিসিবি। কিন্তু আরও কয়েকজনকে যাচাই করতে চায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন এমনটাই।

বাংলাদেশে চাকুরী খোঁজে বুধবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছান রাসেল। আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। দুপুরের পর এদিন বেক্সিমকো কার্যালয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন। সেখানেই আলোচনা করেন তারা। আলোচনা শেষে জালাল ইউনুস বলেন, 'উনি (ডমিঙ্গো) বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে তার ভাবনা পরিবেশন করেছেন। কিভাবে উনি কাজ করতে পারবেন, পারফর্ম্যান্স কিভাবে হবে; সব কিছু নিয়ে উনার সঙ্গে কথা হয়েছে। উনি খুবই পেশাদার কোচ। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। সব মিলিয়ে তিনি যোগ্যতাসম্পন্ন।'

সন্তুষ্ট হলেও তিনিই যে কোচ হচ্ছেন এমন কোন নিশ্চয়তা দেননি জালাল ইউনুস। তাদের রাডারে আরও দুইজন কোচ রয়েছেন বলে জানান। তাদের সঙ্গে আলোচনা শেষেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি, এটাই শেষ নয়। আরো কয়েকজন আছে। তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের হাতে তিনজনের নাম আছে। আরো দুইজন বাকি। এই তিনজনের মধ্য থেকেই আমরা কাউকে বেছে নিবো। সব মিলিয়ে আমরা সবাইকে নিয়ে চিন্তা করবো। তারপর আমরা সিদ্ধান্ত নিবো।'

পেশাদার কোন ক্রিকেট খেলেননি ডমিঙ্গো। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচ। তবে কোচিংয়ের শুরুটা করেন ২০০৪ থেকে, মাত্র ২২ বছর বয়সে। বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট প্রতিযোগিতায় প্রোটিয়া দলের কোচের দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ওয়ারিয়র্সের কোচ হন। শুরুটা খারাপ হলেও তিন বছরের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। পরে দলকে সাত বছরের মধ্যে পাঁচবারই ফাইনালে পৌঁছিয়েছেন। তার দল থেকে অর্ধ-ডজন খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পায়। তার ফলশ্রুতিতে পরে দক্ষিণ আফ্রিকার কোচ হন ডোমিঙ্গো।

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে কোচ স্টিভ রোডসকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও চুক্তি নবায়ন করা হয়নি পেস বোলিং কোচ কুর্টনি ওয়ালস ও স্পিন বোলিং কোচ সুনিল জোসির। যদিও দুই বোলিং কোচের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার চার্ল লেঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ এবং নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরিকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রধান কোচের পদটি এখনও খালি পড়ে আছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago