দ্রাবিড়কে নোটিশ, বিসিসিআই’র সমালোচনায় সৌরভ

sourav ganguly
সৌরভ গাঙ্গুলি। ছবি: এএফপি

ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়। একই সঙ্গে ইন্ডিয়া সিমেন্টেরও ভাইস-প্রেসিডেন্টের পদে আছেন তিনি। যারা কিনা আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের মালিকানায় আছে। দ্রাবিড়ের এই দুই পদ নিয়ে স্বার্থের সংঘাত খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিযোগ পেয়ে কারণ দর্শানোর নোটিশই পাঠিয়ে দিয়েছে তারা। সাবেক সতীর্থকে এমন নোটিশ পাঠানো আবার একেবারেই পছন্দ হয়নি সৌরভ  গাঙ্গুলির। ঝাঁজালো টুইটে তিনি দিয়েছেন প্রতিক্রিয়া।

গত সপ্তাহে স্বার্থের সংঘাত হতে পারে এক সঙ্গে এমন দুটি পদে থাকা নিয়ে দ্রাবিড়কে কারণ দর্শানোর নোটিশ পাঠান বিসিসিআই’র এথিকস কর্মকর্তা  নিজের অবস্থান ব্যাখ্যা করতে দ্রাবিড়কে সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ।

এই খবর রটে যাওয়ার পর নিজের টুইটারে সমালোচনামুখর হয়ে উঠেন সৌরভ। টুইট করে তিনি দেশের ক্রিকেটের সামগ্রিক দশা নিয়েও হতাশার ইঙ্গিত দেন, ‘দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের নোটিশ পাঠালো বিসিসিআই। ভারতের ক্রিকেটে এই এক নতুন ফ্যাশন...স্বার্থের সংঘাত, খবরে থাকার ভালো উপায়। ভগবান ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক।’

সেই টুইটেই সৌরভকে সমর্থন জানিয়ে বিষয়টির সমালোচনা করেন দ্রাবিড়ের আরেক সতীর্থ হরভজন সিংও। অবশ্য বিসিসিআই’র এমন অবস্থান নতুন নয়। এর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শচীন টেন্ডুলকারকেও সতর্ক করা হয়। কারণ শচীন ক্রিকেট উপদেষ্টা কমিটিতে থাকার পাশাপাশি আইপিএলের ফ্রেঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও যুক্ত ছিলেন। একইরকম দ্বৈত ভূমিকায় প্রশ্নের মুখে পড়েছিলেন ভিভিএস লক্ষ্মণও।

উপমহাদেশের সংস্কৃতিতে এক ব্যক্তির স্বার্থ সংঘাতময় একাধিক পদে থাকার নজির অহরহ।  বাংলাদেশে যেমন ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েও খালেদ মাহমুদ সুজন বিপিএলের দলেরও কোচ থাকেন, দায়িত্ব পালন করেন জাতীয় দলের ম্যানেজার, অন্তর্বর্তী কোচের পদও। বিসিবির নীতিনির্ধারক থেকেও ক্লাব ক্রিকেটে আবাহনী লিমিটেডকে কোচিং করান মাহমুদ। তা নিয়ে গণমাধ্যমে প্রশ্নের মুখে পড়লেও কখনো বিসিবির উচ্চ পর্যায় থেকে কোন প্রশ্ন আসেনি।

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and suppress political dissent.

4h ago