পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে ভারত
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ও রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার বিষয়ে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করতে বলেছে ভারত।
আজ (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ কথা জানায়।
এর আগে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা দেশটির সংবিধান থেকে তুলে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় প্রতিবেশী পাকিস্তান।
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদ ও কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পাশাপাশি দিল্লি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্তও নেয় পাকিস্তান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছে, “দেশ দুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে বিশ্ববাসীর সামনে ভীতিকর চিত্র তুলে ধরার মানসিকতা নিয়ে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে।”
“সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেওয়াকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বার্তায় আরো বলা হয় এ বিষয়ে কারো হস্তক্ষেপ সফল হবে না।
আরো পড়ুন:
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ও রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান
Comments