চেলসি ছেড়ে আর্সেনালে লুইজ
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসি ছেড়ে আরেক শক্তিশালী দল আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন ডেভিড লুইজ। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব।
মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবারই (৮ অগাস্ট) লুইজের দলবদলের সকল কার্যক্রম সম্পন্ন হবে। তার জন্য আর্সেনালকে খরচ করতে হবে ৮ মিলিয়ন (৮০ লাখ) পাউন্ড। ৩২ বছর বয়সী লুইজের সঙ্গে গানারদের চুক্তির মেয়াদ হবে দুই বছর।
গেল মঙ্গলবার আর্সেনাল ছেড়ে ফরাসি সেন্টার-ব্যাক লরেন্ট কোশিয়েলনি পাড়ি জমান স্বদেশী ক্লাব বোর্দোতে। ৪.৬ মিলিয়ন (৪৬ লাখ) পাউন্ডের বিনিময়ে। তার শূন্যস্থান পূরণ করতেই অভিজ্ঞ এই তারকাকে দলে টানতে যাচ্ছে আর্সেনাল।
চেলসির হয়ে দুই মেয়াদে প্রিমিয়ার লিগে মোট ১৬০ ম্যাচ খেলেছেন লুইজ। গোল করেছেন ১১টি। গেল মে মাসে ব্লুজদের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছিলেন লুইজ। কিন্তু প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম শুরুর ঠিক আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি।
২০১১ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ২১ মিলিয়ন (দুই কোটি ১০ লাখ) পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন লুইস। এরপর ২০১৪ সালের জুনে তিনি নাম লেখান প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)।
ফরাসি পরাশক্তি পিএসজিকে লুইজের জন্য গুনতে হয়েছিল ৪০ মিলিয়ন (চার কোটি) পাউন্ড। সেখানে দুই মৌসুম কাটিয়ে ২০১৬ সালের অগাস্টে ৩৪ মিলিয়ন (তিন কোটি ৪০ লাখ) পাউন্ড ট্রান্সফার ফিতে আবার চেলসিতে ফেরেন তিনি।
Comments