মানিকগঞ্জের সবচেয়ে বড় গরু ভাগ্যরাজের ওজন ৫০ মণ
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে, দেশে যে কয়েকটি বিশাল আকারের ষাঁড় গণমাধ্যমে আলোচনায় এসেছে তাদের মধ্যে মানিকগঞ্জের ভাগ্যরাজ, বাদশা, বাবু, সুনাম রাজা, সিনবাদ অন্যতম। এই ষাঁড়গুলোর উচ্চতা ৫ থেকে ৬ ফুট এবং দৈর্ঘ্যে ৯ থেকে ১০ফুট। ওজন এক একটির ৩০ থেকে ৫০ মণ। খামারিয়া দাম হাঁকছেন ১২ থেকে ২২ লাখ পর্যন্ত।
সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামে খান্নু মিয়া তার বিশাল আকৃতির ষাঁড়ের নাম রেখেছেন ভাগ্যরাজ। জানা গেছে, ওজনেরর দিক থেকে জেলার মধ্যে ভাগ্যরাজই এখন সবার ওপরে। প্রায় ৫০ মন ওজনের ভাগ্যরাজের দাম হাকছেন ২২ লাখ টাকা।
(বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…)
Comments