বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে প্রথম প্রতিপক্ষ হিসেবে পাপুয়া নিউগিনিকে পেয়েছে বাংলাদেশ। চলতি মাসে স্কটল্যান্ডে শুরু হতে যাওয়া এই বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে।
বৃহস্পতিবার ২০২০ সালে অস্টেলিয়ায় হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই টুর্নামেন্টের সূচি দিয়েছে আইসিসি। তাতে ‘এ’ গ্রুপে পাপুয়া নিউগিনি ছাড়া প্রতিপক্ষ হিসেবে রুমানা আহমেদরা পাচ্ছেন যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ডকে।
টুর্নামেন্টের শুরুর দিনই ৩১ অগাস্ট বাংলাদেশ স্কটল্যান্ডের ফোরফারশায়ার ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র এবং ৩ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
মূল আসর শুরুর আগে ২৯ অগাস্ট একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। এই গ্রুপে থাকার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে বাধা থাকায় তাদের বদলে সুযোগ পেয়েছে নামিবিয়া।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় বসবে মূল আসর। গেল আসরের বাছাইতে চ্যাম্পিয়ন হয়ে মূল টুর্নামেন্ট খেলেছিল বাংলাদেশ। এবারও দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। আর ফাইনালে উঠা দুই দল টিকেট পাবে বিশ্বকাপের।
এবার বাছাইপর্বের আগে নেদারল্যান্ডসে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা, খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ।
Comments