নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে চান্ডিমাল-ম্যাথিউস

বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। আরেক সাবেক দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথিউস ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। এই দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে লঙ্কানরা।
mathews and chandimal
অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্ডিমাল (ডানে)। ছবি: এএফপি

বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। আরেক সাবেক দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথিউস ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। এই দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে লঙ্কানরা।

শুক্রবার (৯ অগাস্ট) ঘোষিত দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাও। যথারীতি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে। দলে বিশেষজ্ঞ স্পিনার তিনজন- লাসিথ এম্বুলদেনিয়া, লাকশান সান্দাকান ও আকিলা দনঞ্জয়া। পেস আক্রমণের দায়িত্বে থাকছেন সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো। এই সিরিজে লঙ্কানদের কোচের দায়িত্ব পালন করবেন রুমেশ রত্নায়েকে।

এর আগে বুধবার ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। অফ-স্পিন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরাসহ ওই স্কোয়াডের সাতজন ক্রিকেটার বাদ পড়েছেন মূল দল থেকে।

আগামী ১৪ আগস্ট মাঠে গড়াবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের ভেন্যু গল। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোতে। শুরু হবে ২২ আগস্ট। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করবে দুদল।

১৫ সদস্যের চূড়ান্ত শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা দনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, লাকশান সান্দাকান, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো ও ওশাদা ফার্নান্দো।

২২ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন যারা:

অ্যাঞ্জেলো পেরেরা, দানুস্কা গুনাথিলাকা, শিহান জয়সুরিয়া, চামিকা করুনারত্নে, দিলরুয়ান পেরেরা, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

Comments