ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বেড়েছে গাড়ি, চলছে ধীরে ধীরে
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে অস্বাভাবিকভাবে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, চলছে ধীরগতিতে। গাড়ীর লাইন পাটুরিয়া ঘাট থেকে ২০ কিলোমিটার ছাড়িয়ে গেছে।
এছাড়া মহাসড়কে চারটি বাস বিকল হওয়ায় যানচলাচল বিঘ্নিত হয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, “শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই পথের গাড়িগুলিও পাটুরিয়ায় আসার ফলে গাড়ির চাপ বেড়ে গেছে।”
তিনি বলেন, “গাড়ির লাইন পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে গেছে। লোকালগাড়িগুলি যেখানে সেখানে ঘোরাতে যেয়ে সমস্যাটা আরও বাড়িয়ে দিয়েছে।”
যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি নিজেই সকাল থেকেই মহাসড়কে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, “ঈদের যাত্রী বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে সবধরনের গাড়ির চাপ বেড়ে গেছে। তবে, ১৯টি ফেরি দিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।”
ধৈর্য সহকারে সাময়িক সমস্যার মোকাবিলা করার জন্য যাত্রীসাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
Comments