পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পটুয়াখালী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে আমাদের পটুয়াখালী সংবাদদাতা জানান, নিহতের নাম চান মিয়া হাওলাদার (৩৬)। তার বিরুদ্ধে পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন থানায় ৩০টি ডাকাতির মামলা রয়েছে।
তিনি বরগুনার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গতরাত দুইটার দিকে উপজেলার করমজাতলায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছুড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে চান মিয়া ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, এই বন্দুকযুদ্ধে উপপরিদর্শক (এসআই) মেহেদী এবং মামুন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
Comments