লর্ডস টেস্টের দল থেকে বাদ মইন, ফিরলেন লিচ

moeen ali and jack leach
মইন আলি ও জ্যাক লিচ (ডানে)। ফাইল ছবি

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে পারফর্ম করায় ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মইন আলি। তার পরিবর্তে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।

শুক্রবার (৯ অগাস্ট) ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংলিশরা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। একই কারণে আরেক পেসার অলি স্টোনকেও পাচ্ছে না ইংল্যান্ড।

এজবাস্টনে গেল টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশ করেছিলেন মইন। অফ স্পিন বোলিংয়ে ৩ উইকেট নিতে খরচ করেছিলেন ১৭২ রান। আর ব্যাট হাতে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ০ ও ৪ রান। দুবারই তিনি আউট হয়েছিলেন অসি অফ স্পিনার নাথান লায়নের বলে।

অ্যাশেজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের টেস্টে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন লিচ। সে ম্যাচে মাত্র ৩ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে ওপেনিংয়ে নেমে ৯২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন তিনি।

এই টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হতে পারে নতুন তারকা পেসার জোফরা আর্চারের। গেল টেস্টের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে শতভাগ ফিট না থাকায় এজবাস্টনে তাকে খেলানো হয়নি।

পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। লর্ডস টেস্ট মাঠে গড়াবে আগামী ১৪ অগাস্ট।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ররি বার্নস, জেসন রয়, জস বাটলার, জো ডেনলি, বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কারান, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চার, জ্যাক লিচ।

Comments

The Daily Star  | English

Two loud explosions heard in Iran capital: AFP

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

8h ago